শাহাদাত হোসেন সায়মন, গজারিয়া (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের আলীপুরা বাসস্ট্যান্ড থেকে ৫৬ নম্বর ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ পিচঢালা সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, কোথাও দেখা দিয়েছে ভাঙন। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, অটোবাইক ও ভ্যানচালকসহ হাজারো মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
জানা যায়, ২০১৬ সালে সড়কটি নির্মাণ করে এলজিইডি। এরপর আর সড়কটির সংস্কার হয়নি। অন্যদিকে, বড় বড় ট্রাকে ইট, পাথর, বালু পরিবহন করায় সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আলীপুরা কাউছারের চায়ের দোকান, নয়াকান্দি গ্রামের রিপন প্রধান, বাবু মুন্সী, বাদল সরকার ও মিলন ভূঁইয়ার বাড়ির সামনে সড়কের একপাশ ভেঙে গেছে। এসব জায়গা দিয়ে দুটি অটোরিকশা পাশাপাশি চলাচল করতে পারে না। আবার কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিপাত হলে গর্তে পানি জমে সৃষ্টি হয় কাদার।
সিএনজিচালিত অটোরিকশার চালক জামাল মিয়া বলেন, ‘রাস্তার এ দশার কারণে এখন এ পথে চলাচলের সময়ে আতঙ্কের মধ্যে রয়েছি।’
ভবেরচর ইউনিয়ন পরিষদের সদস্য রোকনুজ্জাম শিকদার বলেন, ‘সড়কের অবস্থা খারাপ হওয়ায় এলাকার বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।’
ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিটন বলেন, ‘এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভা এবং উন্নয়ন সভায় রাস্তা সংস্কার চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ না থাকায় সংস্কার হচ্ছে না।’
এলজিইডির গজারিয়া উপজেলার উপপ্রকৌশলী মোজ্জাম্মেল হক বলেন, কয়েক হাজার মানুষ এ সড়কটি ব্যবহার করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এই অর্থবছরে সড়কটির নির্মাণকাজ শুরু করা যাবে বলে তিনি জানান।
মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের আলীপুরা বাসস্ট্যান্ড থেকে ৫৬ নম্বর ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ পিচঢালা সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, কোথাও দেখা দিয়েছে ভাঙন। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, অটোবাইক ও ভ্যানচালকসহ হাজারো মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
জানা যায়, ২০১৬ সালে সড়কটি নির্মাণ করে এলজিইডি। এরপর আর সড়কটির সংস্কার হয়নি। অন্যদিকে, বড় বড় ট্রাকে ইট, পাথর, বালু পরিবহন করায় সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আলীপুরা কাউছারের চায়ের দোকান, নয়াকান্দি গ্রামের রিপন প্রধান, বাবু মুন্সী, বাদল সরকার ও মিলন ভূঁইয়ার বাড়ির সামনে সড়কের একপাশ ভেঙে গেছে। এসব জায়গা দিয়ে দুটি অটোরিকশা পাশাপাশি চলাচল করতে পারে না। আবার কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিপাত হলে গর্তে পানি জমে সৃষ্টি হয় কাদার।
সিএনজিচালিত অটোরিকশার চালক জামাল মিয়া বলেন, ‘রাস্তার এ দশার কারণে এখন এ পথে চলাচলের সময়ে আতঙ্কের মধ্যে রয়েছি।’
ভবেরচর ইউনিয়ন পরিষদের সদস্য রোকনুজ্জাম শিকদার বলেন, ‘সড়কের অবস্থা খারাপ হওয়ায় এলাকার বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।’
ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিটন বলেন, ‘এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভা এবং উন্নয়ন সভায় রাস্তা সংস্কার চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ না থাকায় সংস্কার হচ্ছে না।’
এলজিইডির গজারিয়া উপজেলার উপপ্রকৌশলী মোজ্জাম্মেল হক বলেন, কয়েক হাজার মানুষ এ সড়কটি ব্যবহার করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এই অর্থবছরে সড়কটির নির্মাণকাজ শুরু করা যাবে বলে তিনি জানান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫