Ajker Patrika

ইন্টারকন্টিনেন্টালে ফিরে এল মুক্তিযুদ্ধের স্মৃতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ১৫
ইন্টারকন্টিনেন্টালে ফিরে এল মুক্তিযুদ্ধের স্মৃতি

‘আমাদের গ্রুপে আমরা ছিলাম চারজন। কন্টিনেন্টালে হামলা শেষে আলমের বাড়িতে গিয়ে হাত-মুখ ধুয়ে ড্রয়িংরুমে বসেছিলাম। আলমের বাবা এসে বললেন, দ্যাখ বিবিসিতে বলছে, কারা যেন ঢাকায় বোমা হামলা করছে। তার কথা শুনে আমরা হাসছিলাম। ওই দিন আমরা আন্তর্জাতিক খবর হলাম। এভাবেই ’৭১ সালে বিশ্বের কাছে খবর পৌঁছে গেছিল যে, ঢাকার অবস্থা শান্ত নয়।’ কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেরিলা অপারেশনে অংশগ্রহণকারী ক্র্যাক প্লাটুনের ৮ বীর মুক্তিযোদ্ধাকে গতকাল সংবর্ধনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ শীর্ষক সেমিনারেরও আয়োজন করে ।

সংবর্ধিত ক্র্যাক প্লাটুন সদস্যরা হলেন বীর-উত্তম খাজা নিজামুদ্দিন ভূঁইয়া (মরণোত্তর), বীরবিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম মোহাম্মদ আবু বকর, বীরপ্রতীক হাবিবুল আলম, বীরপ্রতীক আলি আহমেদ জিয়াউদ্দীন, বীরপ্রতীক আব্দুস সামাদ (মরণোত্তর), ফটোগ্রাফার মুনীর আলম মীর্জা বাদল (মরণোত্তর) ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের কর্মী শহীদ মো. ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেন, ‘দেশটা যেভাবে চেয়েছি, সেভাবে না-পেলেও স্বাধীনতা পেয়েছি, নিজের ভাষা পেয়েছি। ২০৪১ সালে আমরা উন্নত দেশে পরিণত হব। আমরা সেই অপেক্ষাই করব।’

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘আজ স্বাধীন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া যাবে না, জাতীয় পতাকা উত্তোলন করা যায় না। বই থেকে হিন্দুধর্মের কথা উঠিয়ে নিতে বলা হয়। আর সেটা করাও হয়। আমরা সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু সেখানেও ভাবার প্রয়োজন আছে। এটা আমাদের জানা দরকার, এরা কারা?’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সচিব মোকাম্মেল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত