Ajker Patrika

জুয়েল আরেং সভাপতি ও খায়রুল আলম সম্পাদক

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১২: ৩১
জুয়েল আরেং সভাপতি ও খায়রুল আলম সম্পাদক

দীর্ঘ নয় বছর পর হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেংকে সভাপতি ও হালুয়াঘাট পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এর আগে দুপুরে হালুয়াঘাট উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা।

নয় বছর পর অনুষ্ঠিত সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দেন। সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মো. মুক্তিযোদ্ধা কবিরুল বেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং প্রমুখ।

সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি জহিরুল হক খোকা। পরে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী থাকায় তাঁদের সঙ্গে সমঝোতার মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করেন শফিউল আলম চৌধুরী নাদেল। কমিটিতে সহসভাপতি হিসেবে আব্দুর রশিদ, আজাদ আব্দুল কালাম, মোর্শেদ আনোয়ার খোকন, এম সুরুজ মিয়া এবং সদস্য হিসেবে রয়েছেন ফারুক আহমেদ খান ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত