Ajker Patrika

মেঘনা নদীতে ইলিশের দেখা মিলছে না

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ১৫: ১২
মেঘনা নদীতে ইলিশের দেখা মিলছে না

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। মার্চ-এপ্রিল—এ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে গত ১ মে থেকে মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। কিন্তু নদীতে জাল ফেলে ১০ দিনেও মাছের দেখা না পেয়ে খালি ট্রলার নিয়ে তীরে ফিরেছেন অনেকে।

ইলিশের বাড়তি চাহিদা থাকলেও বাজারে মাছের দেখা নেই। কোনো কোনো ট্রলারের ভাগ্যে যা জুটছে, সেই যৎসামান্য মাছ বিক্রি হচ্ছে বেশি দামে।

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মৎস্য আড়তগুলোতে গিয়ে দেখা যায়, নদীতে যাওয়া ট্রলারগুলো মেঘনা নদীর তীরে ফিরছে। কিছু ট্রলারে মাছের পরিমাণ একেবারেই কম। আবার অনেকে ফেরেন খালি ট্রলার নিয়েই। জেলেরা বলছেন, জাল ফেলেও মিলছে না মাছের দেখা। ফলে খালি হাতে ঘাটে ফিরতে হচ্ছে।

জেলে জগদীশ বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর এই সময় নদীতে মাছ শিকারে গিয়ে ১ হাজার ইলিশ পেয়েছিলাম। কিন্তু গত তিন দিন নদীতে মাছ শিকার করে পেয়েছি মাত্র ১০টি ইলিশ।’

উপজেলার বাবুরবাজার, এখলাছপুর, আমিরাবাদসহ কয়েকটি মাছ ঘাটের কয়েকজন জেলে বলেন, ‘কষ্ট শিকার করে সরকারের নিষেধাজ্ঞা মেনে গত দুই মাস নদীতে মাছ ধরতে যাইনি। এহন নদীতে মাছ ধরতে যাইয়া খালি হাতে ফিরছি। সংসারে বউ-বাচ্চা নিয়া কেমনে বাছুম এই চিন্তায় আছি। দাদনদের কাছ থেকে টাকা-পয়সা এনে জাল ও নৌকা মেরামত করে অনেক আশায় নদীতে নামছিলাম। কিন্তু মাছ না পেয়ে হতাশ হয়েছি।’

মৎস্য ব্যবসায়ী বিমল চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, মৎস্য আড়তগুলোতে মাছের আমদানি কম হলে দাম বেড়ে যায়। ট্রলারগুলো যেভাবে খালি ফিরে আসছে, তাতে মনে হচ্ছে নদীতে মাছের লকডাউন চলছে। মতলব উত্তরের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত জেলেদের জালে মাছ কম ধরা পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত