Ajker Patrika

আগুনে পুড়ে গেছে মাথা গোঁজার ঠাঁই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৪৯
আগুনে পুড়ে গেছে মাথা গোঁজার ঠাঁই

মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হতদরিদ্র ভ্যানচালক রিপন হাওলাদারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যাওয়ায় অসহায় হয়ে পরেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রান্না ঘর থেকে আগুন লেগে মুহূর্তেই ছাই হয়ে যায় ছোট্ট ঘরটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাজেহারচর গ্রামের আড়িয়াল খাঁ নদের চর এলাকায় রিপন হাওলাদার নামে এক ভ্যানচালকের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এসে আগুন নেভাতে নেভাতেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়।

ভুক্তভোগী রিপন বলেন, ‘আমার এই ঘরটি নির্মাণ করতে অনেকেই সাহায্য করেছিলেন। ভ্যান চালিয়ে জীবন-যাপন করি। ঘরটি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি।’

দত্তপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুন লেগে রিপনের বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত