Ajker Patrika

লিভারপুলের দ্বিতীয় নাকি চেলসির প্রতিশোধ

আপডেট : ১৪ মে ২০২২, ১০: ৫৩
লিভারপুলের দ্বিতীয় নাকি চেলসির প্রতিশোধ

লিগ কাপ ফাইনালের পুনরাবৃত্তিই যেন হতে যাচ্ছে এফএ কাপ ফাইনালে। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতার ফাইনালেও লিগ কাপের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি লিভারপুল ও চেলসি। লিগ কাপে রুদ্ধশ্বাস টাইব্রেকারে বাজিমাত করেছিল লিভারপুল। এবার চেলসির সামনে সুযোগ সেই হারের প্রতিশোধ নেওয়ার।

লিভারপুলের অবশ্য এখনো কাগজে-কলমে কোয়াড্রপল জেতার সুযোগ আছে। প্রিমিয়ার লিগ শিরোপা প্রায় হাতছাড়া হয়ে গেলেও ট্রেবল জেতার ব্যাটনটা এখনো তাদের হাতেই। লিগ কাপ ইতিমধ্যে ঘরে তুলেছে। এফএ কাপ জিতলে সেটি হবে এই মৌসুমে তাদের দ্বিতীয় শিরোপা। এরপর আছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এই শিরোপা লিভারপুলের জন্য সেট পূরণের। ২০১৫ সালে অ্যানফিল্ডে আসার পর থেকে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ ৫টি শিরোপা ঘরে তুলেছেন, যার মধ্যে আছে প্রিমিয়ার লিগ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ। সম্ভাব্য শিরোপাগুলোর মধ্যে কেবল এফএ কাপটাই জেতা বাকি আছে ক্লপের লিভারপুলের।

সর্বশেষ ২০০৫-০৬ মৌসুমে এই শিরোপা ঘরে তুলেছিল তারা। গুরুত্বপূর্ণ এই ফাইনাল সামনে রেখে ক্লপ বলেছেন, ‘এই প্রতিযোগিতা আমি খুব পছন্দ করি। আমাদের ক্লাবের ইতিহাসের জন্যও এটি গুরুত্বপূর্ণ।’জিততে পারলে চেলসি কোচ টমাস টুখেলের জন্যও হবে এটি প্রথম এফএ কাপ শিরোপা। গতবার লেস্টারের কাছে ১-০ গোলে হেরেছিল স্টামফোর্ড ব্রিজের দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...