Ajker Patrika

লালিমায় কৃষকের ভাগ্যবদল

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ৪৮
লালিমায় কৃষকের ভাগ্যবদল

লালিমা বা লাল বাঁধাকপি বদলে দিয়েছে কৃষক বেলালের ভাগ্য। সারা বছর বিভিন্ন সবজি চাষের পাশাপাশি লালিমা বীজ রোপণ করেন। ফলন ভালো, দামেও ভালো। এরই মধ্যে দুই লাখ টাকার লালিমা বিক্রি হয়েছে তাঁর।

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়ায় বাড়ি কৃষক বেলাল হোসেনের। দুই মেয়ে, এক ছেলে আর স্ত্রীসহ পাঁচজনের সংসার। নিজের জমি বলতে সামান্য। তাই অন্যের জমি নিয়ে চাষ বাস করেন।

কৃষক বেলাল বলেন, ‘জমিতে কাজ করি আমি, আমার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে সিনথি আখতার, বন্যা বেগম ও ছেলে সিহাব আলীসহ সবাই। সময় হলে মেয়েরা বই-খাতা নিয়ে কলেজে যায়। তারপর আবার জমির আইলে বাপের সঙ্গে কাজ করে। সে কারণে আমার কামলা খরচটা কম হয়। একটার পর একটা সবজি চাষ করি জমিতে। কখনো ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ, আলু, টমেটো, লাউ, শিম, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়াসহ বারো মাস সবজির চাষ করে প্রতিবছর অন্তত বাড়তি দুই লাখ টাকা ঘরে তুলি।’

বেলাল আরও বলেন, লাভের টাকায় তিনি একটি বাড়ি করেন। মেয়েদের কলেজে পড়ালেখা শেখাচ্ছেন। আর নিজের পকেট খরচ, বাজার-হাট করে রাজার হালে সংসার চালিয়ে হাতে রাখেন নগদ টাকা।

ঢাকায় গিয়ে বিভিন্ন বীজ ভান্ডারে খোঁজ করেন ভিন্ন কিছু চাষ করা যায় কি না। মনে মনে ভাবেন জমিতে এবার ভিন্ন কিছু চাষ করতে হবে। এবার তাক লাগিয়ে দিতে চান মানুষকে। সেই সঙ্গে নিজের স্বপ্নের বাস্তবায়ন। তারপর বীজ ভান্ডার থেকে খুঁজে পান লাল বাঁধাকপি বা লালিমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত