Ajker Patrika

তিন মাধ্যমে আসছেন দীঘি

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৮: ৫০
তিন মাধ্যমে আসছেন দীঘি

সিনেমা, টেলিভিশন আর অনলাইন—তিন মাধ্যমের তিনটি কাজ শেষ করলেন প্রার্থনা ফারদিন দীঘি। আগামী মাস থেকে একে একে দর্শকের সামনে আসবে কাজগুলো।

দীঘির প্রথম ওয়েব ফিল্ম ছিল ‘শেষ চিঠি’। এতে তুলি চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে। এবার নতুন আরেকটি ওয়েব ফিল্মের কাজ শেষ করলেন দীঘি। নাম ‘তাম্মি’। এতে তিনি অভিনয় করেছেন নামভূমিকায়। এবারই প্রথম নামভূমিকায় অভিনয় করলেন দীঘি। এরই মধ্যে এই ফিল্মটির কাজ শেষ হয়েছে বলে জানান দীঘি। এটি নির্মাণ করেছেন মাহিয়া মাহমুদ। দীঘি বলেন, ‘এবারই প্রথম নামভূমিকায় অভিনয় করলাম। একজন নারীর সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়েছে তাম্মি ওয়েব ফিকশনে।

পরিচালকের সহযোগিতায় চরিত্রটিকে সাধ্যমতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ দীঘি জানান, শিগগিরই এই ওয়েব ফিকশনটি একটি নতুন অ্যাপে প্রচারে আসবে।

দীঘি অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে তিনি শেষ করলেন সরকারি অনুদানে আব্দুস সামাদ খোকন পরিচালিত ‘শ্রাবণ জোছনায়’ সিনেমার কাজ। এখন সিনেমাটির শেষ ভাগের কিছু কাজ বাকি।

অন্যদিকে, রাকিব আহমেদের পরিচালনায় একটি নতুন বিজ্ঞাপনে মডেল হলেন দীঘি। পলিসিগত কারণে বিজ্ঞাপনটি নিয়ে বিশদ জানাতে অপারগতা জানালেন দীঘি। তবে বিজ্ঞাপনটি আগামী মাসেই প্রচার শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। এতে দীঘির সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক মামনুন ইমন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত