Ajker Patrika

কেরানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ৩২
কেরানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

ঢাকার কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িগাঁও বটতলি ও বড় বাস্তা এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া একই রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন শাহাপুর এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। পৃথক তিনটি ঘটনায় ডাকাত দল ৮ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

জানা যায়, ঘটনাটি তিনটি পৃথক এলাকায় হলেও ডাকাতির ধরন প্রায় একই রকমের। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দড়িগাঁও বটতলি এলাকায় মৃত শরফত উল্লাহর বাড়ির জানালার গ্রিল ভেঙে পাঁচ-ছয়জনের ডাকাত দল ঘরে ঢোকে। এ সময় বাড়ির বাইরে আরও কয়েকজন ডাকাত পাহারায় ছিল। ডাকাত দল ওই বাড়ির নারী সদস্যদের মারধর করে দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করলে তারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

জানা যায়, রাত ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন শাহাপুর এলাকায় বারান্দার গ্রিল কেটে আলাউদ্দিন মিয়ার বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। পরে বাড়ির মালিক ও অন্য সদস্যদের হাত-পা বেঁধে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

এদিকে একই রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বড় বাস্তা এলাকায় নজরুল ইসলামের বাড়িতে দরজা ভেঙে ঢুকে পড়ে ডাকাত। এ সময় তারা বাড়ির মালিক ও অন্য সদস্যদের হাত-পা বেঁধে ৮ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

বটতলি এলাকার বাসিন্দা মৃত শরফত উল্লাহর স্ত্রী হাসিয়া বেগম বলেন, ‘রাতে জানালার গ্রিল কেটে ডাকাত ঘরে ঢুকে পড়ে। এ সময় আমরা চিৎকার করলে তারা আমাদের বেঁধে ফেলে মারধর করে ঘরে থাকা দুই ভরি স্বর্ণ নিয়ে যায়।’

বড় বাস্তা এলাকার নজরুল ইসলাম বলেন, ‘রাতে দরজায় শব্দ পেয়ে গিয়ে দেখি, বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করছে। পরে আমি সম্পূর্ণ শক্তি দিয়ে দরজা আটকিয়ে রাখলেও সাত-আটজন মিলে বাইরে থেকে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে। পরে তারা আমাদের হাত-পা বেঁধে ৮ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তিনটির কথা আমি শুনেছি। বড় বাস্তা এলাকায় পরিদর্শনে গিয়েছিলাম। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। আর অন্য দুটির মধ্যে একটির অভিযোগ পেয়েছি, সেটিরও তদন্ত চলছে।’ তিনটি ঘটনার একটির সঙ্গে অন্যটির কোনো সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘না,তিনটিই আলাদা ঘটনা, তবে তদন্ত শেষে স্পষ্ট হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত