Ajker Patrika

মেলার প্রধান আকর্ষণ মরু দেশের গাড়ল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৭
Thumbnail image

বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল বুধবার আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার প্রধান আকর্ষণ ছিল মরু দেশের গবাদিপশু গাড়ল। এই প্রাণী পালন সম্পর্কে জানতে অনেকেই ভিড় করেছিলেন সংশ্লিষ্ট স্টলে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম গতকাল সকালে সারিয়াকান্দি প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম।

মেলায় গাড়ল নিয়ে এসেছিলেন যমুনা গাড়ল খামারের মালিক আশরাফ আলী। তিনি বলেন, ‘মরু দেশের গাড়ল এখন আমি দেশেই পালন করছি এবং লাভবান হচ্ছি। ২৫টি গাড়ল থেকে এক বছরে আমার খামারে শতাধিক গাড়ল হয়েছে। এর মধ্যে অনেকগুলো বিক্রিও করেছি। গাড়ল চরের কাচা ঘাস খায়। এদের বাড়তি খাবার খুবই কম দিতে হয়।’

মেলার আরেক আকর্ষণ ছিল সাড়ে ৯ মণ ওজনের একটি ষাঁড়। প্রাণীটির মালিক পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের আনছার শখ করে এর নাম রেখেছেন ‘সরকার’। তিনি গরুটিকে ছোলা, ভুসি ও কলা খাওয়ান। এর বয়স ১ বছর ৫ মাস।

এখানে দৈনিক ৩২ লিটার দুধ দেওয়া একটি গাভিও প্রদর্শন করা হয়। গরুটির মালিক সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের মতিন মিয়া।

গতকাল মেলায় ২৭টি প্রদর্শনী স্টল জায়গা পায়। এতে ষাঁড়, গাভি, মহিষ, গাড়ল, দই ঘি মাখন তৈরির উপকরণ, খরগোশ, বিভিন্ন প্রজাতির পাখি, ডিম ফোটানোর যন্ত্র, নানা ধরনের মুরগি, ছাগল, হাঁস প্রদর্শন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, বিআরডিবির কর্মকর্তা রাজ্জাক উল হায়দার, ডা. মাহে আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত