Ajker Patrika

ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১: ৪৩
Thumbnail image

ডুমুরিয়ার সাহস ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে প্রতিটি ওয়ার্ড থেকে আগত হাজার হাজার ইউনিয়নবাসী তোরণ, ব্যানার, ফেস্টুন ও ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ করে নেয়। এরপর ইউপি চত্বরে বীর মুক্তিযোদ্ধা আবু সিনহা ইবনে ওয়াহিদের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব সরদার ইলিয়াস হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম। ইউপি সচিব ফারুক আহমেদ ও নব নির্বাচিত ইউপি সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শেখ মাহামুদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসএম মোবারক আলি, আলতাফ হোসেন ও মাহাবুবুর রহমান, আলহাজ আব্দুল কাদের, শেখ নান্নু, সরদার মোজাফ্ফার হোসেন, শাহাজালাল হোসেন, এসএম আনিচুর রহমান, ইউপি সদস্য সরদার সিরাজুল ইসলাম, নুর আলী মোল্লা প্রমুখ। সভার শুরুতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পরিচিতি ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত