বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি। নানা অনিয়মের অভিযোগে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হলে বাতিল হয়ে যেতে পারে জায়েদ খান ও চুন্নুর পদ। বিষয়টি নিশ্চিত করেছেন আপিল বিভাগের প্রধান পরিচালক সোহানুর রহমান সোহান। এ বিষয়ে তিনি আগামী শনিবার নিপুণ, জায়েদ খান ও চুন্নুর সঙ্গে কথা বলবেন। ওই দিন বিকেলে জানা যাবে নবনির্বাচিত দুই প্রার্থীর পদ থাকবে নাকি থাকবে না। সব মিলিয়ে তাই আবারও নড়েচড়ে বসেছেন শিল্পী সমিতির সদস্যরা।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন চলাকালেই জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনেন নিপুণ। টাকার বিনিময়ে ভোট কেনারও অভিযোগ করেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের পর জায়েদ খান ১৩ ভোটে বিজয়ী হলে নিপুণ অভিযোগ করেন বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন ও প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এক হয়ে জায়েদ খানের পক্ষে কাজ করেছেন। নিয়ম অনুযায়ী নিপুণ ভোট পুনঃগণনার আবেদন করলেও রেজাল্ট অপরিবর্তিত থাকে। এরপর তিনি আপিল বিভাগে জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন।
এ বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সঠিক দিকনির্দেশনার জন্য বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিই। মন্ত্রণালয় বিষয়টি আমলে নেয়। প্রার্থীদের সঙ্গে কথা বলে মতামত জানানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তাই শনিবার বিকেল ৪টায় নিপুণ, জায়েদ খান ও চুন্নু—তিনজনকেই হাজির হতে বলেছি। তাঁদের সঙ্গে কথা বলে, আলোচনা করে আমি মতামত জানাব। সেই মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।’
সোহানুর রহমান সোহান বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে জায়েদ খান ও চুন্নু দুজনেরই পদ বাতিল হয়ে যেতে পারে। তবে এই সিদ্ধান্ত যাঁর বিপক্ষে যাবে, তিনি চাইলে আবার আদালতেও আপিল করতে পারবেন।
অন্যদিকে, নির্বাচনের ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে অভিনেত্রী নিপুণ বলেছিলেন, প্রয়োজনে তিনি আদালত পর্যন্ত যাবেন। ফলে, জায়েদ খান ও নিপুণের এই যুদ্ধ আদালত পর্যন্ত গড়াবে বলেই ধারণা করছেন অনেকেই।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি। নানা অনিয়মের অভিযোগে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হলে বাতিল হয়ে যেতে পারে জায়েদ খান ও চুন্নুর পদ। বিষয়টি নিশ্চিত করেছেন আপিল বিভাগের প্রধান পরিচালক সোহানুর রহমান সোহান। এ বিষয়ে তিনি আগামী শনিবার নিপুণ, জায়েদ খান ও চুন্নুর সঙ্গে কথা বলবেন। ওই দিন বিকেলে জানা যাবে নবনির্বাচিত দুই প্রার্থীর পদ থাকবে নাকি থাকবে না। সব মিলিয়ে তাই আবারও নড়েচড়ে বসেছেন শিল্পী সমিতির সদস্যরা।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন চলাকালেই জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনেন নিপুণ। টাকার বিনিময়ে ভোট কেনারও অভিযোগ করেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের পর জায়েদ খান ১৩ ভোটে বিজয়ী হলে নিপুণ অভিযোগ করেন বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন ও প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এক হয়ে জায়েদ খানের পক্ষে কাজ করেছেন। নিয়ম অনুযায়ী নিপুণ ভোট পুনঃগণনার আবেদন করলেও রেজাল্ট অপরিবর্তিত থাকে। এরপর তিনি আপিল বিভাগে জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন।
এ বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সঠিক দিকনির্দেশনার জন্য বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিই। মন্ত্রণালয় বিষয়টি আমলে নেয়। প্রার্থীদের সঙ্গে কথা বলে মতামত জানানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তাই শনিবার বিকেল ৪টায় নিপুণ, জায়েদ খান ও চুন্নু—তিনজনকেই হাজির হতে বলেছি। তাঁদের সঙ্গে কথা বলে, আলোচনা করে আমি মতামত জানাব। সেই মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।’
সোহানুর রহমান সোহান বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে জায়েদ খান ও চুন্নু দুজনেরই পদ বাতিল হয়ে যেতে পারে। তবে এই সিদ্ধান্ত যাঁর বিপক্ষে যাবে, তিনি চাইলে আবার আদালতেও আপিল করতে পারবেন।
অন্যদিকে, নির্বাচনের ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে অভিনেত্রী নিপুণ বলেছিলেন, প্রয়োজনে তিনি আদালত পর্যন্ত যাবেন। ফলে, জায়েদ খান ও নিপুণের এই যুদ্ধ আদালত পর্যন্ত গড়াবে বলেই ধারণা করছেন অনেকেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪