Ajker Patrika

নিপুণের ‘সাবরিনা’য় মেহ্‌জাবীন

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২: ১৯
নিপুণের ‘সাবরিনা’য় মেহ্‌জাবীন

অভিনয়ে মেহ্জাবীনের দক্ষ হয়ে ওঠার পেছনে আশফাক নিপুণের তৈরি নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রায় তিন বছর পর আবার এক হয়েছেন আশফাক নিপুণ-মেহ্‌জাবীন। তবে নাটকে নয়, ওটিটিতে। ভারতীয় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর আপকামিং ওয়েব সিরিজে আশফাক নিপুণের ‘সাবরিনা’ হবেন মেহ্‌জাবীন চৌধুরী।

গত বছরের সেপ্টেম্বরে আশফাক নিপুণের নতুন ওয়েব সিরিজ ‘সাবরিনা’র কথা জানিয়েছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। তবে নামভূমিকায় কে অভিনয় করবেন তা জানায়নি। হইচইয়ের বহুল প্রশংসিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এর নির্মাতা নিপুণ। তাই দর্শকের আগ্রহ তৈরি হয় তাঁর পরবর্তী সিরিজ নিয়ে। অবশেষে হইচই থেকেই প্রকাশ করা হলো সাবরিনার পোস্টার। যেখানে দেখা গেছে মেহ্জাবীনকে। এই সিরিজ দিয়ে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মেও মেহ্‌জাবীনের যাত্রা শুরু হলো। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিরিজটির শুটিং শেষ হয়েছে। তবে নির্মাতা নিপুণ বলেছেন, ‘এখনো বেশ কিছু অংশের শুটিং বাকি রয়েছে। পুরোপুরি কাজ শেষে অফিশিয়ালি ঘোষণা দেব আমরা।’

জানা যায়, সিরিজটি নির্মিত হয়েছে নারীকেন্দ্রিক গল্পে। এখানে নারীদের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরা হবে এবং দুই নারীকে কেন্দ্র করে শিহরণ জাগানো এক গল্প নিয়ে এগিয়ে যাবে ৭ পর্বের এই সিরিজ। সাবরিনা পেশায় চিকিৎসক। না চাইলেও সে এমন একটা ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যায়, যা নিয়ে ঘটতে থাকে নিত্যনতুন ঘটনা। ‘সাবরিনা’ এমন একটা গল্প বা চরিত্র, যাকে সবাই পেতে চায় আবার ভয়ও পায়।’

হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘নারীরা তাঁদের জীবনে, পরিবারে কিংবা কর্মস্থলে যে ধরনের সমস্যার মুখোমুখি হয়, এ রকম অনেক ঘটনাই দেখানো হবে এখানে। সিরিজটি মূলত নারীদের গল্প।’

হইচইয়ের ব্যানারে নির্মিত সিরিজটি শিগগিরই মুক্তি পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত