Ajker Patrika

কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৯
কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

দুপুর গড়াতেই চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম অভিমুখে বাড়তে থাকে ভিড়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলে মানুষের স্রোত। সন্ধ্যা হতেই ড্রোন ক্যামেরায় দেখা যায়, স্টেডিয়ামের পুরোটা জুড়েই মানুষ আর মানুষ। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা ‘বিজয় কনসার্টে’ তারুণ্যের মিছিল ছিল এমনই। এতে অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে গলা ছেড়ে গান গাইতে দেখা যায় তাঁদের। উচ্ছ্বাস ছিল প্রাণখোলা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে বাংলাদেশের নয়টি জনপ্রিয় ব্যান্ড গান পরিবেশন করে। করোনা মহামারির কারণে অনেক দিন ধরে বড় ধরনের কনসার্টের দেখা পাননি চট্টগ্রামের দর্শকেরা। স্বাভাবিকভাবেই দীর্ঘ বিরতির পর পাওয়া কনসার্ট উপভোগের সুযোগ হাতছাড়া করতে চাননি তরুণেরা। নগর তো বটেই, বিভিন্ন উপজেলা থেকে এসেও এই কনসার্টে যোগ দেন অনেকেই।

কনসার্টে ১৫ হাজার দর্শক বিনা মূল্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেয়েছিলেন। পাশাপাশি দেড় হাজার আমন্ত্রিত অতিথির জন্য স্টেডিয়ামের ভেতর বসার ব্যবস্থা করা হয়। কিন্তু একপর্যায়ে দর্শকদের চাপে স্টেডিয়ামের নিরাপত্তাবেষ্টনী ভেঙে যায়। এ সময় মাঠের ভেতরে ঢুকে পড়েন হাজারো দর্শক। হুড়োহুড়িতে তিনজন আহত হওয়ার ঘটনাও ঘটে। এ কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে কনসার্ট বন্ধও ছিল।

তবে পরে আবার শুরু হয় কনসার্ট। এরপর মধ্যরাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখে অর্থহীন, শিরোনামহীন, ভাইকিংস, সোলস, ওয়ারফেজ, অ্যাভয়েডরাফা, আরভোভাইরাস, আর্টসেল ও তীরন্দাজের মতো ব্যান্ডের শিল্পীরা।

এমন কনসার্টের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান দর্শকেরা। চট্টগ্রামের হাটহাজারী থেকে কনসার্ট দেখতে আসা তরুণ সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এত বড় কনসার্ট, একসঙ্গে এতগুলো জনপ্রিয় ব্যান্ড দলের গান জীবনে আর শুনিনি। আশা করছি প্রতি বছর বিজয় দিবসে এমন আয়োজন রাখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত