Ajker Patrika

ইসলামপুরে টিকা নিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৩: ১৭
ইসলামপুরে টিকা নিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণে দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ গায়ে গা লাগিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। টিকা নিতে আসা মানুষের জন্য নেই টয়লেটের ব্যবস্থা। হাত ধোয়ার বেসিন থাকলেও তা ব্যবহারের অনুপযোগী।

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সংলগ্ন একটি বুথ খোলা হয়েছে। নারীদের জন্য খোলা হয়নি আলাদা কোনো বুথ। বুথকে ঘিরে টিকা নিতে আসা মানুষের ভিড় ছিল লক্ষণীয়। মানুষের ভিড়ে সেখানে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের পথও বন্ধ হয়ে যায়।

টিকা নিতে আসা কুলকান্দী গ্রামের সুজন মণ্ডল বলেন, ‘টিকাদান কেন্দ্রে ভিড় আর ভিড়। টিকা নিতে এসে আবার করোনায় না আক্রান্ত হয়ে যাই, সে চিন্তায় আছি’

নাপিতেরচর গ্রামের ফকির আলী, ফকিরপাড়া গ্রামের আকবর বলেন, ‘টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষের ভিড় ঠেলে কোনো রকম টিকা নিয়েছি। এতে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত টিকার ১ম ডোজ দেওয়া হয়েছে ৫৯ হাজার ৪৭১ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৮৩৫ জনকে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়।’

রোনা নির্মূল, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সদস্যসচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, ‘টিকা নিতে ক্রমেই মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। টিকাদান কেন্দ্রে মানুষ বেশি হওয়ায় একটু ভিড় হতে পারে। তবে স্বাস্থ্যবিধি মেনেই টিকা প্রদান কার্যক্রম চালানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত