Ajker Patrika

ফেসবুকে ব্ল্যাকমেলের দায়ে পাঁচ বছর জেল

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২: ৩৪
ফেসবুকে ব্ল্যাকমেলের দায়ে পাঁচ বছর জেল

ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে প্রবাসী নারীকে ব্ল্যাকমেল করার অপরাধে এক ব্যক্তিকে আলাদা দুটি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড (জেল) দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। ওই আসামিকে আলাদা দুটি ধারায় পাঁচ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত এই আসামির নাম এস এম হুমায়ুন কবীর রকি (৩০)। তাঁর বাড়ি ঢাকা। ২০১৮ সালের ৯ নভেম্বর বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বগুড়ার এক নারী বাদী হয়ে ওই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বাদীর মেয়ে ও জামাতা ওমানে থাকেন। আসামি হুমায়ুনের সঙ্গে তাঁর মেয়ের ফেসবুকে বন্ধুত্ব হয়। সেই সুবাদে হুমায়ুন কৌশলে তাঁর মেয়ের কিছু ছবি নেন। এরপর সেসব ছবি সম্পাদন করে ফেসবুকে প্রচার করার হুমকি দিয়ে টাকা দাবি করেন। ব্ল্যাকমেল করে এক লাখ টাকা নেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন হুমায়ুন। বাধ্য হয়ে ভুক্তভোগীর মা থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আদালত মোট চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করলেনরায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত