Ajker Patrika

মধ্যরাতের অগ্নিকাণ্ডে পুড়ে গেল ৭টি ঘর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৩
মধ্যরাতের অগ্নিকাণ্ডে  পুড়ে গেল ৭টি ঘর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল নতুন হাটি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি ঘর ও দুটি ধানের গোলা ঘরসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবি। গত সোমবার রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নতুন হাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থল পরিদর্শন করেন।

দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তেই সাতটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে এলেও ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মালামাল, নগদ টাকাসহ দুটি ঘরে রাখা ৫০০ মণ ধানের গোলা পুড়ে যায় বলে ঘরের মালিক জানিয়েছেন।

এ ছাড়া আগুন নেভাতে এসে মাহারজুল মিয়া নামের একজন গুরুতর আহত হওয়াসহ আরও পাঁচজন আহত হয়। আহত মাহারজুলকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত