Ajker Patrika

বাপা ও চলনবিল রক্ষা আন্দোলনের সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৪
বাপা ও চলনবিল রক্ষা আন্দোলনের সভা

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চলনবিল অঞ্চলের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং আন্দোলনের কৌশল নির্ধারণবিষয়ক আলোচনা সভা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কাছিকাটা আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য মো. আফজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের উন্নয়ন গবেষণার প্রধান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, ‘চলনবিল অঞ্চলে কোথায় কী কী সমস্যা আছে সেগুলো আগে আমাদের চিহ্নিত করতে হবে। সমস্যাগুলো যদি চিহ্নিত করতে পারি তাহলে আমাদের আন্দোলন করতে সহজ হবে। সমস্যা চিহ্নিত করতে না পারলে আন্দোলন করা কঠিন হবে। চলনবিলের মধ্য দিয়ে যেসব নদী বা ক্যানেল বয়ে গেছে সেগুলো দখলমুক্ত করতে হবে।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘অবৈধ দখলের কারণে চলনবিলের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে। জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। চলনবিল মাছের অভয়াশ্রম, সেখানে প্রাকৃতিক উৎস থেকে মাছ সংগ্রহ করা হয়ে থাকে। কিন্তু পরিবেশের কারণে তা আজ বিলুপ্তির পথে। এখন পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। চলনবিল অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মো. শরীফ জামিল, চলনবিল রক্ষা আন্দোলনের সদস্যসচিব এস এম নজরুল ইসলাম, অধ্যক্ষ মো. খাইরুল ইসলামসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত