Ajker Patrika

বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ১৩
বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু

আগৈলঝাড়ায় ইঁদুর মারার জন্য ফাঁদের বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু হয়েছে। রতনপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৌহার গ্রামের রহিম বেপারীর ছেলে রব বেপারী ইঁদুরের হাত থেকে জমির বীজ ধান রক্ষা করার জন্য জমির চারপাশে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রব বেপারী ওই জমির বীজ ধান দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থালেই মারা যান।

রব বেপারীর বাবা রহিম বেপারী বলেন, ‘ইঁদুরের হাত থেকে জমির ধান রক্ষা করার জন্য আমার ছেলে রব বেপারী জমির চারপাশে বিদ্যুৎ সংযোগ দেয়। জমিতে দেওয়া বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে সেখানে নামলে রব বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।’

স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ