Ajker Patrika

চিকিৎসার প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ০৮
চিকিৎসার প্রতিবেদন দাখিলের নির্দেশ

সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে সাত বছরের শিশুর অঙ্গহানির ঘটনায় চিকিৎসার বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধানকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ওই শিশুর বাবার করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওই শিশুর অঙ্গহানির ঘটনায় যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সচিব, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, সাতক্ষীরার ডিসি ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া শিশুদের বাড়ির বিচ্ছিন্ন থাকা বিদ্যুৎ সংযোগ দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রিটকারীর আইনজীবী মুহম্মদ তারিকুল ইসলাম জানান, সাতক্ষীরার আশাশুনী উপজেলার প্রতাপনগরের আব্দুর রাজ্জাক ঢালীর বসতবাড়ির ওপর দিয়ে নকশা বহির্ভূতভাবে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। ওই লাইনে বিদ্যুতায়িত হয়ে তার (রাজ্জাক) সাত বছরের ছেলে রাকিবুজ্জামানের হাড়-মাংস ঝলসে যায়। পরে ডান হাত এবং ডান পা কেটে ফেলতে হয়।

ওই ঘটনার ক্ষতিপূরণ চেয়ে ২৫ মে আব্দুর আব্দুর রাজ্জাক ঢালী সাতক্ষীরা পল্লিবিদ্যুৎ সমিতিতে আবেদন করেন। কিন্তু বিবাদীরা ক্ষতিপূরণ দেননি এবং অন্য কোনো ব্যবস্থাও নেননি। তাই তিনি এ রিট করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...