Ajker Patrika

হামলায় বিদ্রোহী প্রার্থীর চার সমর্থক আহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ৫৫
হামলায় বিদ্রোহী প্রার্থীর চার সমর্থক আহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহম্মেদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যার এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন–সেন্টু চোকদার (৪৫), হান্নান হাওলাদার (৪৩), বাপ্পি হাওলাদারকে (৪০)। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঘারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুনসুর আহম্মেদ।

হামলার বিষয়ে মুনসুর আহম্মেদ বলেন, গত বুধবার সন্ধ্যার একটু আগে ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রামের ১০ / ১২ জন কর্মী আমার আনারস প্রতীকে ভোট চাইতে বের হন। তাঁরা পার্শ্ববর্তী হাজরাকান্দা গ্রামে ভোট চাইতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরুজুর রহমানের (চশমা প্রতীক) শতাধিক কর্মী আমার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে আহত করে হামলাকারীরা।

তিনি জানান, আহত সেন্টু চোকদার ও হান্নান হাওলাদার (৪৩) গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অপর আহত বাপ্পি হাওলাদারকে (৪০) মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান বলেন, আমার কোনো কর্মী আনারস প্রতীকের কর্মীদের ওপর হামলা করেনি। শুনেছি এক সদস্য প্রার্থীর কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ