Ajker Patrika

হামলায় বিদ্রোহী প্রার্থীর চার সমর্থক আহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ৫৫
হামলায় বিদ্রোহী প্রার্থীর চার সমর্থক আহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহম্মেদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যার এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন–সেন্টু চোকদার (৪৫), হান্নান হাওলাদার (৪৩), বাপ্পি হাওলাদারকে (৪০)। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঘারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুনসুর আহম্মেদ।

হামলার বিষয়ে মুনসুর আহম্মেদ বলেন, গত বুধবার সন্ধ্যার একটু আগে ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রামের ১০ / ১২ জন কর্মী আমার আনারস প্রতীকে ভোট চাইতে বের হন। তাঁরা পার্শ্ববর্তী হাজরাকান্দা গ্রামে ভোট চাইতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরুজুর রহমানের (চশমা প্রতীক) শতাধিক কর্মী আমার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে আহত করে হামলাকারীরা।

তিনি জানান, আহত সেন্টু চোকদার ও হান্নান হাওলাদার (৪৩) গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অপর আহত বাপ্পি হাওলাদারকে (৪০) মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান বলেন, আমার কোনো কর্মী আনারস প্রতীকের কর্মীদের ওপর হামলা করেনি। শুনেছি এক সদস্য প্রার্থীর কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত