Ajker Patrika

ইন্টার পরীক্ষায় আজ কি করবে বার্সেলোনা

ইন্টার পরীক্ষায় আজ কি করবে বার্সেলোনা

ক্রীড়া ডেস্কলা লিগায় এখনো পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। ইউরোপিয়ান যেকোনো লিগে সবচেয়ে কম গোল হজম করেছে তারাই। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগে এলেই খেই হারাচ্ছে বার্সা। ইন্টার মিলানের বিপক্ষে ন্যু-ক্যাম্পের ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় কাতালান ক্লাবটি। দ্বিতীয় রাউন্ডে যেতে জয় ছাড়া বিকল্প নেই বার্সার। অবশ্য জয় পেলেও যে শেষ ষোলো নিশ্চিত হবে, সেটিরও নিশ্চয়তা নেই।  ঘরের মাঠে জয়ই একমাত্র সমাধান মনে করছে জাভির দল।

 সান সিরোতে প্রথম লেগে ইন্টার মিলানের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারলে পরিস্থিতি এতটা কঠিন হতো না। এখন ইন্টারের বিপক্ষে জিতলেও তাকিয়ে থাকতে হবে বায়ার্নের বিপক্ষে ইন্টার মিলানের ফলের দিকে। চ্যাম্পিয়নস লিগে এখনো  একটি ম্যাচই জিতেছে বার্সা, আর সেটি নিজেদের মাঠেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত