Ajker Patrika

জবই বিল নান্দনিক রূপে

নওগাঁ প্রতিনিধি
Thumbnail image

নওগাঁর সাপাহারে অবস্থিত ঐতিহ্যবাহী জবই বিল উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ও প্রাচীন বিল। মৎস্য, প্রাকৃতিক ও পর্যটন সম্ভাবনাময় বিলটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, যা জেলাজুড়ে প্রশংসিত হচ্ছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পর্যটক আকৃষ্ট করতে ইউএনওর উদ্যোগে বদলে গেছে বিলের চারপাশের পুরোনো সেই চিত্র।সেখানকার সৌন্দর্যবর্ধনে ব্রিজ ও সড়কের দুই পাশে সারি সারি পিলার সংস্কার করে রঙিন করা হয়েছে, এতে বিলের চারপাশের সৌন্দর্য বহু গুণে বেড়েছে। দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন বিশ্রামাগার। বিলের প্রবেশমুখে ফলক স্থাপনের মধ্য দিয়ে বিল এলাকা সুসজ্জিত করা হয়েছে, যাতে দর্শনার্থীরা বিলের পাড়ে বসে নয়নাভিরাম দৃশ্য উপভোগসহ বিশ্রাম নিতে পারেন। এ ছাড়াও বর্ষা মৌসুমে দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিল এলাকায় বসানো হয়েছে বজ্রপাতনিরোধক যন্ত্র।

জানা যায়, ২০২১ সালের এপ্রিলে সাপাহারে ইউএনও হিসেবে যোগ দেন মো. আব্দুল্যাহ আল মামুন। দায়িত্ব গ্রহণের পর রুটিন কাজের পাশাপাশি সাপাহারকে অনন্য উচ্চতায় নিতে নান্দনিক কিছু উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেন তিনি। এরই অংশ হিসেবে জবই বিলকে নিজের মতো করে সাজানোর কাজ শুরু করেন ইউএনও।

জবই বিল মৎস্য সমবায় সমিতির নেতা মমতাজ উদ্দিন বলেন, ইউএনও জবই বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে রূপ দিতে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

স্থানীয় সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক বলেন, বর্তমান ইউএনও দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে গৃহীত তাঁর নন্দিত উদ্যোগগুলো সমাদৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঐতিহ্যবাহী জবই বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা।

ইউএনও আব্দুল্যাহ আল মামুন বলেন, ‘জবই বিলকেন্দ্রিক পর্যটন আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং আরও কিছু স্থাপনা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে বিলের সুস্বাদু মাছ, পরিযায়ী পাখি এবং পর্যটক আকর্ষণের স্থান হিসেবে জবই বিল সারা দেশে পরিচিতি পাবে, এটাই আমার প্রত্যাশা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত