Ajker Patrika

‘কৃশ ৪’ ছবিতে গান গাইবেন হৃতিক রোশন

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৪: ৪৪
‘কৃশ ৪’ ছবিতে গান গাইবেন  হৃতিক রোশন

‘ক্রিশ ৪’ ছবির জন্য গান গাইবেন হৃতিক রোশন। এই খবর জানালেন স্বয়ং হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন।

হৃতিক অভিনীত ভারতীয় ‘সুপার হিরো ছবি ‘কৃশ’-এর শুরুটা হয়েছিল ‘কোয়ি মিল গায়া’ দিয়ে।  ছবির পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন ছবিটি শুরু করেছিলেন ফ্যান্টাসি ভাবনা থেকে। ছবি মুক্তির পর দারুণ জনপ্রিয় হয়। নতুন করে ভাবতে শুরু করেন তিনি। জন্ম হয় ‘কৃশ’-এর। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে ‘কৃশ ৪’। চিত্রনাট্যের কাজ প্রায় গুছিয়ে এনেছেন রাকেশ। গুছিয়ে এনেছেন অ্যাকশন সেটগুলো। যথরীতি কৃশের ভূমিকায় থাকছেন ছেলে হৃতিক রোশন। ভক্তরা অপেক্ষায় আছেন কৃশকে নিয়ে নতুন গল্পে ডুব দিতে। চিত্রনাট্য চূড়ান্ত হলেই রাকেশ বসবেন গান নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের সিক্যুয়েলে গান একটা বড় ভূমিকা পালন করবে। অসাধারণ কিছু গান তৈরির পরিকল্পনা রয়েছে। আর বিশেষ একটি গানে হৃতিক কণ্ঠ দেবেন এটা মোটামুটি নিশ্চিত।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি হৃতিক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কৃশ ৪’-এর অ্যাকশন সেট নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন ছবির নতুন পর্বটিতে থাকবে নানা চমক।

এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘স্যানোরিটা’ গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন হৃতিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...