Ajker Patrika

দীপাবলি উৎসবহীন শ্যামাপূজা, কালো মুখোশে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ৫০
দীপাবলি উৎসবহীন শ্যামাপূজা, কালো মুখোশে প্রতিবাদ

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংস হামলার ঘটনার প্রতিবাদে এবার শ্যামাপূজায় দীপাবলি উৎসব বর্জনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ। ঘোষণা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দীপাবলি উৎসব ছাড়াই শ্যামাপূজা পালন করেছে হিন্দু সম্প্রদায়ের বড় একটি অংশ।

হিন্দুদের বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। এবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার, রমনা কালী মন্দির এবং বাসাবো মন্দিরসহ বেশ কিছু মন্দিরে স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে কালীপূজা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি গণমাধ্যমকে বলেন, আমাদের ভেতরে যে ব্যথা সে কারণে এবার শ্যামাপূজায় দীপাবলি উৎসব যে হচ্ছে না, সেই সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল।

সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শ্যামাপূজা সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী প্রতিমা বা ঘটে করা হবে এবং একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করা হবে। একই সঙ্গে শ্যামাপূজায় দীপাবলির উৎসব বর্জন করা হবে। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা নিজ নিজ মন্দিরে নীরবতা পালন করবেন।

পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কালো মুখোশে মুখ ঢেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু আইন সংরক্ষণ পরিষদ। এ ছাড়া ঢাকেশ্বরী মন্দিরে মুখে কালো কাপড় পরে মানববন্ধন করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...