পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি ইউপির ২৭টি কেন্দ্রের ২৩টিই ঝুঁকিপূর্ণ মনে করছেন চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা। নির্বাচনের দিন এসব কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গত রোববার রাতে পুলিশ প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা এই দাবি জানান। গত রোববার রাত ৮টার দিকে থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মির্জানগর ও চিথলিয়া ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মির্জানগর ও চিথলিয়া ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা নির্বাচন নিয়ে তাঁদের প্রত্যাশা, দাবি ও অভিযোগ তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) সোহেল পারভেজ।
সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়ে একাধিক প্রার্থী নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির আশঙ্কা করে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার দাবি জানান।
এ সময় মির্জানগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলি আকবর ভূঁইয়া বলেন, নৌকার পক্ষের লোকজন বলে বেড়াচ্ছেন, ভোটের দিন প্রকাশ্যে নৌকায় সিল মারা হবে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ (ছাগলনাইয়া সার্কেল) বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ প্রশাসন সবকিছু করবে। নির্বাচনে কেউ সহিংসতা সৃষ্টি করতে চাইলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি ইউপির ২৭টি কেন্দ্রের ২৩টিই ঝুঁকিপূর্ণ মনে করছেন চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা। নির্বাচনের দিন এসব কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গত রোববার রাতে পুলিশ প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা এই দাবি জানান। গত রোববার রাত ৮টার দিকে থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মির্জানগর ও চিথলিয়া ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মির্জানগর ও চিথলিয়া ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা নির্বাচন নিয়ে তাঁদের প্রত্যাশা, দাবি ও অভিযোগ তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) সোহেল পারভেজ।
সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়ে একাধিক প্রার্থী নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির আশঙ্কা করে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার দাবি জানান।
এ সময় মির্জানগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলি আকবর ভূঁইয়া বলেন, নৌকার পক্ষের লোকজন বলে বেড়াচ্ছেন, ভোটের দিন প্রকাশ্যে নৌকায় সিল মারা হবে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ (ছাগলনাইয়া সার্কেল) বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ প্রশাসন সবকিছু করবে। নির্বাচনে কেউ সহিংসতা সৃষ্টি করতে চাইলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫