Ajker Patrika

হাতীবান্ধায় বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
হাতীবান্ধায় বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হাবিবুর রহমান নামের এক পল্লিচিকিৎসকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার হাবিবুর ছয়জনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত শনিবার দুপুরে উপজেলায় সিংগীমারী গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন—উপজেলার সিংগীমারী গ্রামের রমজান আলী, নোকবার, হামিদ, নছমদ্দি, মোস্তফা ও উপজেলার পূর্ব সাড়ডুবি এলাকার তৈয়ব আলী। ভুক্তভোগী হাবিবুর রহমান উপজেলার সিংগীমারী গ্রামের বাসিন্দা। এ ছাড়া তিনি একজন পল্লিচিকিৎসক।

জানা গেছে, হাবিবুর ২০০৪ সালে উপজেলার সিংগীমারী গ্রামে ১০ শতক জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। ২০১৭ সালে ওই জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ বাধে। এ ছাড়া সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এরই মাঝে গত শনিবার দুপুরে অভিযুক্তরা হাবিবুর রহমানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে করে বসতবাড়ি পুড়ে ছাই হয়। এরপর প্রতিপক্ষের লোকজন জমির অর্ধেক অংশে বাঁশের বেড়া দেন।

পল্লিচিকিৎসক হাবিবুর বলেন, ‘নোটিশ ছাড়া আদালত থেকে তিন ব্যক্তি পরিচয় দিয়ে আমার বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ ও গাছপালা কেটে তাঁরা জমি দখলে নিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।’

এ বিষয়ে অভিযুক্ত রমজান আলী বলেন, ‘ওই জমির অংশ আমার বাবা মৃত মকবুল হোসেনের তাই আমার মা রহিমা বেগম জমি ফেরত পেতে আদালতে মামলা করেছেন। ওই জমির রায় আমরা পেয়েছি। এ ছাড়া আমরা তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করিনি।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত