Ajker Patrika

মঙ্গলবার চৌগাছার ২২ ওয়ার্ডে গণটিকা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৪
Thumbnail image

যশোরের চৌগাছার ফুলসারা ও পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) ২২ ওয়ার্ডে আগামী মঙ্গলবার গণটিকা দেওয়া হবে। যারা এখনো টিকা নেননি তাঁরা নিবন্ধন করে অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে নির্ধারিত টিকাকেন্দ্রে গেলেই টিকা নিতে পারবেন।

আর যাদের বয়স ১৭ বছর পূর্ণ হয়েছে তবে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ নেই তাঁরাও এসব কেন্দ্রে গিয়ে টিকা নিতে নিতে পারবেন বলে উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এ ছাড়া যারা প্রথম ডোজ টিকা নেওয়ার পর ২য় ডোজ টিকা নেওয়ার সময় হয়েছে তাঁরা খুদেবার্তা পান বা না পান তাঁরাও এসব কেন্দ্রে গিয়ে ২য় ডোজ টিকা নিতে পারবেন।

যেসব কেন্দ্রে টিকা দেওয়া হবে সেগুলো হলো ফুলসারা ইউপির সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর দাখিল মাদ্রাসা, রায়নগর মাধ্যমিক বিদ্যালয়, জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ারদহ-নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, আফরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়ারদহ হামিউল সুন্নাহ মাদ্রাসা। পাশাপোল ইউনিয়নের পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর দাখিল মাদ্রাসা, দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়, হাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা লুৎফুন্নাহার বলেন, দ্রুত শতভাগ টিকা কার্যক্রম সম্পন্ন করার জন্য আমরা গ্রামে গ্রামে গিয়ে টিকা দিচ্ছি। এসব কেন্দ্রে গিয়ে নিবন্ধিতদের পাশাপাশি যারা নিবন্ধন করেননি তাঁরাও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ নিয়ে গিয়ে এমনকি যাদের দুটির একটিও নেই তাঁরাও টিকা নিতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত