Ajker Patrika

স্মিথ-লাবুশেনের পর পেসারদের আঘাত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮: ০৫
স্মিথ-লাবুশেনের পর পেসারদের আঘাত

মারনাস লাবুশেনের সেঞ্চুরি ও স্মিথ-ওয়ার্নারের ৯০ পেরোনো ইনিংসের পর পেসারদের তোপে অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৯ উইকেটে ৪৭৩ রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে করেছে ১৭ রান।

বড় লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা একেবারেই ভালো হয়নি। মিচেল স্টার্কের বলে দ্বিতীয় স্লিপে স্মিথের হাতে ক্যাচ দেন ৪ রান করা ররি বার্নস। কামিন্স-হ্যাজলউডের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া মাইকেল নেসের অভিষেক উইকেট পান হাসিব হামিদকে ফিরিয়ে। নেসেরের বলে হাসিব ক্যাচ দেন স্টার্কের হাতে। এরপর প্রাকৃতিক বজ্রপাতের বাধায় থামে অজি পেসারদের বজ্রবিদ্যুৎময় বোলিং। ইংল্যান্ড এখন পিছিয়ে ৪৫৬ রানে।

আগের দিন জীবন পেয়ে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থেকে দিন শেষ করেন মারনাস লাবুশেন। সেই সেঞ্চুরি তুলে নিতে গতকাল দ্বিতীয় দিন বেগ পেতে হয়নি লাবুশেনের। তিন অঙ্কে পৌঁছেও জীবন পেয়েছেন তবে ইনিংসটা আর বড় করতে পারেননি। ফিরছেন ওলি রবিনসনের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে। ফেরার আগে ৩০৫ বলে ৮ চারে করেছেন ১০৩ রান। লাবুশেন ফিরলেও তাঁর সঙ্গী ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ ছিলেন অবিচল। প্রান্ত আগলে সেঞ্চুরি দিকে এগিয়ে যান তিনি। তবে ওয়ার্নারের মতো তিনিও ধরা পড়েছেন নড়বড়ে নব্বইয়ের ঘরে গিয়ে। ৯৩ রান করে জিমি অ্যান্ডারসনের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে আউট হন স্মিথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত