Ajker Patrika

রংপুর সরকারি কলেজ বাঁধনের নতুন কমিটি

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৫
রংপুর সরকারি কলেজ বাঁধনের নতুন কমিটি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের রংপুর সরকারি কলেজ ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার কলেজ হলরুমে এ সভা হয়। ইউনিটের সভাপতি সামিয়া সালমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রওশন আরা বেগম ও প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বাবুল হোসেন।

সভায় বিগত বছরের বাঁধন রংপুর সরকারি কলেজ ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরে সাব্বির হাসান রিফাতকে সভাপতি ও রায়হান মোহাম্মদ আদমকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালের জন্য ১৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে শর্মিলা আখতার ও নুরুল হুদা শাহ লিপন সহসভাপতি, মাসুদ রানা সহসাধারণ সম্পাদক, রাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক, প্রিয়ার্থী রায় হৃদি মনি সহসাংগঠনিক সম্পাদক ও নাইমুর রহমান শোভন কোষাধ্যক্ষ হয়েছেন।

এ ছাড়া স্বপন হাসান সম্রাট দপ্তর সম্পাদক, আলমগীর বিশাল প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, জাকিয়া পারভীন তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক এবং হাবিবুর রহমান, হুমায়ন কবির সাগর, তৌহিদা হাসান তনি ও আব্দুল আল মহিব নির্বাহী সদস্য পদ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত