Ajker Patrika

ঢাকার সমাবেশে যোগ দিতে বিএনপিতে তোড়জোড়

খান রফিক, বরিশাল
ঢাকার সমাবেশে যোগ দিতে বিএনপিতে তোড়জোড়

ঢাকায় বিএনপির আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বরিশালের নেতা-কর্মীরা। ধর্মঘটের ফাঁদ এড়াতে নেতা-কর্মীরা আগেভাগেই রাজধানীতে পৌঁছানোর জন্য ভেতরে-ভেতরে তোড়জোড় চালাচ্ছেন।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, রাজধানী ঢাকার সমাবেশে অংশ নিতে তাঁরা কৌশলগতভাবে আলাদাভাবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য আওয়ামী লীগ দাবি করেছে, বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ নিয়ে তাদের মাথাব্যথা নেই।

বরিশাল মহানগর বিএনপি গত বুধবার থেকে প্রতিদিন দলীয় কার্যালয়ে সন্ধ্যার পর সমাবেশ উপলক্ষে এক ঘণ্টা বসার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী দলটির শীর্ষ নেতারা প্রতিদিনই সেখানে যান।

নেতা-কর্মীদেরও যে কারণে দলীয় কার্যালয়ে ভিড় জমছে।

বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বরের আগ পর্যন্ত নেতা-কর্মীদের চাঙা রাখতে নেতাদের এমন কৌশল। ১০ ডিসেম্বর নিয়ে আনুষ্ঠানিক সভা-সমাবেশ না করলেও বিএনপি কৌশলে নেতা-কর্মী জড়ো করার চেষ্টা করছে।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় যে যার মতো যাবেন। নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।

জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঢাকায় যেতে বলেছেন। সবাই তো অবশ্যই যাবে। না বললেও যাবেন। যতই ধর্মঘট হোক, বাধা আসুক ঢাকায় যেতেই হবে। নেতা-কর্মীরা এ নিয়ে অনেক উৎসাহী। তিনি স্বীকার করেন, দলীয় কার্যালয়ে এখন থেকে নিয়মিত সন্ধ্যার পর বসা হচ্ছে। ঢাকায় বিএনপির গণসমাবেশে কর্মীদের চাঙা করাই তাঁদের লক্ষ্য।

এদিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য গঠিত কমিটির নেতারা কর্মীদের নিয়ে রাজধানীতে যেতে তোড়জোড় শুরু করেছেন। দক্ষিণের দায়িত্বশীল একাধিক নেতা জানান, এক বছরের মাথায় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করায় নবাগতদের মাথায় বোঝা অনেক। তারা পারফরম্যান্স দেখাতে বেশ তৎপর। যে কারণে বৃহস্পতিবার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের রাজসিকভাবে বরণ করে দক্ষিণ জেলা বিএনপি। ওই দিন ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এ প্রসঙ্গে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ। এটি নিয়ে সরকার প্যানিক সৃষ্টি করতে চায়। সমাবেশ করা তাঁদের গণতান্ত্রিক অধিকার।

সবাই ১০ ডিসেম্বরের সমাবেশে যাবেন। এ জন্য যানবাহন বন্ধ করলে অন্যান্য বিভাগ যেভাবে কৌশল করেছে, ঢাকা বিভাগেও একইভাবে সমাবেশে মানুষ জড়ো হবে।

এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘ঢাকায় শেষ গণসমাবেশ হবে। আমাদের এখানে ৫ নভেম্বর গাইবান্ধা, সিলেট থেকেও এসেছিলেন নেতা-কর্মীরা। ঢাকা তো দেশের মূল কেন্দ্রবিন্দু। সারা দেশ থেকে সেখানে নেতা-কর্মী যাবেনই। এসব কর্মসূচিতে নির্দেশনা লাগে না। দলের ডাকে সবাই হয়তো যাবেন।’

এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে কোনো ঝামেলায় যাব না। ওরা সমাবেশ করে আসবে, আসুক। তারা বিদেশিদের টাকায় সমাবেশ করছে।’ আনোয়ার হোসেন আরও বলেন, ‘ধর্মঘট আমরা অতীতেও দিইনি, সামনেও দেব না। তাদের এসব কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই। বরং রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করা হবে। তারা একটা সমাবেশ ডাকলে আমরাও ডাকব। ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনে ঢাকা যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত