Ajker Patrika

জট খোলেনি চার দিনেও বিচার দাবিতে মানববন্ধন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩: ২২
জট খোলেনি চার দিনেও বিচার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের বোয়ালখালীতে খুন হওয়া মাদ্রাসা শিক্ষার্থী ইফতেখার মালিকুল মাশফি (৭) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। এতে ব্যানার ও পোস্টার নিয়ে মাশফি হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা এসএম কাজেম, আসাদ তালুকদার, হোসাইন মাহমুদ, সাজু খান, হাফিস মিয়াজি, সাদ্দাম হোসেন প্রমুখ। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড, উপজেলা সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী, সারোয়াতলী ও চরণদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণ নামীয় ব্যানারে মাশফি হত্যাকাণ্ডের বিচার চেয়ে সংহতি প্রকাশ করেছেন।

বক্তারা বলেন, শিশু মাসফিকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোনো শিশুকে এভাবে নৃশংসভাবে খুন করতে কেউ সাহস না পায়।

এদিকে এই হত্যাকাণ্ডের চার দিন পরও এখনো জট খোলেনি। এ ঘটনার দিন তিন শিক্ষককে আটকের পর গ্রেপ্তার দেখায় পুলিশ। আদালত এর মধ্যে জাফর আহম্মদ নামের এক শিক্ষককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে অপর দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শেষে ওই শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার একটি এতিমখানা থেকে ইফতেখার মালিকুল মাশফির লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও ঘটনার জট খুলতে পারেনি পুলিশ। যদিও পুলিশের দাবি রহস্য উদ্ঘাটনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

পুলিশ ইতিমধ্যে জাফর আহম্মদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। তিনি বলেন, বেশ কয়েকটি বিষয় মাথা রেখে তদন্ত এগিয়ে যাচ্ছে। এখনই তা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।

শিশু ইফতেখার মালিকুল মাসফি উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বক্সি মিয়া সওদাগরের বাড়ির প্রবাসী আবদুল মালেকের ছেলে। সে হেফজখানায় কায়েদার ছাত্র ছিলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত