Ajker Patrika

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর আপিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১১: ৫১
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর আপিল

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল বারেক। গতকাল শুক্রবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করেছেন। আগামী মঙ্গলবার এ আপিল শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

মো. আব্দুল বারেক ঢাকা জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় তাঁর মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়।

আব্দুল বারেক বলেন, ‘আমি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তালিকাভুক্ত ঠিকাদার ছিলাম। গত মাসে আমি জনৈক মারুফ খানের কাছে আমার ঠিকাদারি লাইসেন্স হস্তান্তর করি। কিন্তু ভুলবশত লাইসেন্স হস্তান্তর কপিটি আমি মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করি নাই। এ জন্য আমার মনোনয়ন বাতিল করা হয়। তাই আমি ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করেছি। আগামী মঙ্গলবার আপিল শুনানির তারিখ ধার্য করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত