Ajker Patrika

প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৫
প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রশাসনের হস্তক্ষেপ একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার এক গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিবাহটি বন্ধ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেন।

স্বপন কুমার দত্ত জানান, ‘ওই গ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর নির্দেশে ঘটনাস্থলে যাই। এ সময় বর পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। বাল্য বিবাহের কুফল সম্পর্কে মেয়ের অভিভাবকে জানানো হয়। এরপর বয়স ১৮ না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন বাবা।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, একটি স্কুলছাত্রীর বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তকে পাঠানো হয়। এর পর বিয়েটি বন্ধ করা হয়। বাল্যবিবাহ রোধে এমন অবস্থান চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত