Ajker Patrika

সবুজে ঘেরা ভূমি কার্যালয়

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৪: ০৫
Thumbnail image

সবুজে ভরে গেছে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়। কর্মপরিবেশকে সুন্দর করার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন এ উদ্যোগ নিয়েছেন বলে জানান। প্রায় ৫০ প্রজাতির ফল, ফুল ও পাতাবাহার গাছে ভরে উঠেছে তাঁর কার্যালয়।

সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুন মাসে সহকারী কমিশনারের (ভূমি) নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এর পর থেকে এ কার্যালয়ের কর্মপরিবেশ সুন্দর করতে গাছ লাগানোর উদ্যোগ নেন। বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০ প্রজাতির ফুল, ফল ও পাতাবাহার গাছের চারা সংগ্রহ করেন।

কার্যালয়ে লাগানো ফলের গাছের মধ্যে রয়েছে ডালিম, পেঁপে, আম ও চালতা। ফুল ও নানা ধরনের পাতাবাহার গাছের মধ্যে বকুল, রঙ্গন, বোতল ব্রাশ, টগর মিনি, লাইলি-মজনু, ক্রিসমাস ট্রি, দোলনচাঁপা, শিউলি, কামিনী, জবা, নিম ঝুরি, মাধবীলতা, গন্ধরাজ, হাসনাহেনা, ঝাউ, টিকুমা, ছোট লাল বটসহ নানা রকমের গাছ।

ভূমি কার্যালয়ের সামনে একপাশে খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফল ও সবজির গাছ লাগান। তা ছাড়া অফিসের সিঁড়ি থেকে বারান্দা ও রুমে টবে পাতাবাহার গাছ লাগানো রয়েছে। এ ছাড়া সেবাগ্রহীতাদের বসার জন্য রাখা বেঞ্চের পাশে নানা ধরনের গাছের টব বসানো আছে।

জুবায়ের হোসেন ২০২০ সালের মার্চ মাসে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। এরপর উপজেলার ভূমি কার্যালয়ে সেবার মান বৃদ্ধিতে নানা উদ্যোগ নেন। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ ও অবৈধ জমি উদ্ধার করে ভূমিহীনদের বসতবাড়ি নির্মাণ করে প্রশংসিত হন। এ ছাড়া তিনি মাদক নির্মূলে শক্ত ভূমিকা রাখছেন।

রাজস্ব আদায়েও তাঁর ভূমিকা প্রশংসিত। তিনি জেলার শ্রেষ্ঠ রাজস্ব আদায়কারী সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন। জুবায়ের হোসেন মনে করেন, সবুজের কাছাকাছি থাকলে মানুষের মন সুন্দর হয়। এ ছাড়া মানুষের আয়ু বাড়ে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, ‘সরকার প্রায় প্রতিটি উপজেলায় আধুনিক ভূমি কার্যালয় করে দিয়েছে। আমি মনে করেন, একটু উদ্যোগী হলেই এসব কার্যালয়ের কর্মপরিবেশ সুন্দর করা যায়। আমি সেই উদ্যোগই নিয়েছি মাত্র। আর গাছে মানুষের মন ভালো রাখার পাশাপাশি আয়ু বাড়ায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত