Ajker Patrika

আইসিসিবিতে কনসার্ট নিষিদ্ধ

আইসিসিবিতে কনসার্ট নিষিদ্ধ

দেশে এখন কনসার্টের সুসময়। একটা সময় মূলত শীতকালে কনসার্টের আধিক্য দেখা গেলেও এখন সারা বছর কনসার্টের আয়োজন হচ্ছে। আগে বেশির ভাগ কনসার্ট হতো খোলা ময়দানে। তবে করোনা মহামারির পর আয়োজনগুলো ঢুকে পড়েছে ইনডোরে। তাতে সুবিধাও আছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্ট বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না বললেই চলে। এ কারণে গত কয়েক মাসে ঢাকায় বেড়েছে কনসার্টের আয়োজন। দেশের ব্যান্ডগুলো ছাড়া বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে এসেছেন বিদেশি শিল্পীরাও।

ঢাকার এসব কনসার্টের প্রায় সবই হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। শীতাতপনিয়ন্ত্রিত একাধিক বড় হল, কঠোর নিরাপত্তা, ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের সুবিধা—এসব কারণেই মূলত আইসিসিবিতে কনসার্ট আয়োজনে আগ্রহী থাকেন আয়োজকেরা। তবে হঠাৎই বদলে গেল চিত্র। অনির্দিষ্ট সময়ের জন্য আইসিসিবি হলে সব ধরনের কনসার্ট নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার আইসিসিবির সেলস এক্সিকিউটিভ আয়ান মোশাররফ বলেন, ‘আপাতত এখানে কোনো কনসার্টের অনুমতি দেওয়া হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’ জানা গেছে, ১৫ জুলাই আইসিসিবিতে অনুষ্ঠিত হওয়া এক কনসার্টে অপ্রীতিকর ঘটনা ঘটায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চলতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে সেখানে আয়োজন করেছিল ‘ঢাকা সামার কন’ নামে একটি উৎসব। উৎসবের শুরুর দুই দিনে ভালোই দর্শক সমাগম হয়েছিল। তবে ঝামেলা তৈরি হয় শেষের দিনে।

অনেক দর্শক টিকিট না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। দর্শকের একাংশ হলের বাইরে হট্টগোল করতে থাকলে নিরাপত্তারক্ষীরা তাদের বাইরে বের করে দেন। গেটের বাইরে থেকে অনেক দর্শক ইটপাটকেল ছুড়তে থাকেন। টিকিট কাউন্টার ভাঙচুর করেন। এতে আহত হন অনেকে। এ ঘটনার পর আইসিসিবি কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছে, অনির্দিষ্টকালের জন্য এখানে কোনো কনসার্টের অনুমতি দেওয়া হবে না।

এ নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন কনসার্ট আয়োজকেরা। ২৭ জুলাই আইসিসিবিতে ‘বিগ রক ঈদ ফেস্ট’ নামে একটি কনসার্টের আয়োজন করেছিল ডাইনামিক ইভেন্টস। টিকিট বিক্রিও শুরু হয়েছিল। ভেন্যু জটিলতায় শেষ পর্যন্ত কনসার্টটি বাতিল করা হয়েছে। ২৮ জুলাই সেখানে হওয়ার কথা ছিল ‘দ্য আলটিমেট রক ফেস্ট’। এ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ওপলির জনসংযোগ কর্মকর্তা আবির সাদাফ জানিয়েছেন, ভেন্যু বাতিল হওয়ায় এখন তারা বিকল্প জায়গা খুঁজছেন। বিকল্প ভেন্যু না পেলে এ কনসার্টও বাতিল হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসিবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ২৬টি কনসার্ট হওয়ার কথা। অনুমতি না মিললে কিংবা বিকল্প ভেন্যু পাওয়া না গেলে সবই বাতিল হয়ে যাবে।’

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নেমেসিস ব্যান্ডের গায়ক জোহাদ। তিনি বলেন, ‘বর্তমানে কনসার্টের জন্য আমাদের শুধু একটি ভেন্যু আছে, যেখানে বড় শো হয় এবং সেটি হলো আইসিসিবি। ছোট ছোট কিছু অপ্রীতিকর ঘটনার কারণে আমরা যদি এই ভেন্যু হারাই, তবে এটি খুবই দুঃখজনক হবে। আয়োজকেরা শো আয়োজনের অনুমতি পাবে না এবং আমরা বড় কনসার্ট আয়োজন করতে পারব না। আমি নিশ্চিত, আমরা কেউই চাই না এমন কিছু ঘটুক। শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথাও আমাদের চিন্তা করা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত