Ajker Patrika

লেস্টারে নীলদের হলুদ উৎসব

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ০৪
লেস্টারে নীলদের হলুদ উৎসব

থমাস টুখেল বুঝি সর্বজয়ের মিশন নিয়েই চেলসিতে এসেছেন! দায়িত্ব নেওয়ার সাড়ে চার মাসের মধ্যে লন্ডনের জায়ান্ট ক্লাবটিকে এনে দিয়েছেন ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট। নতুন মৌসুমের শুরুতে দলকে জিতিয়েছেন উয়েফা সুপার কাপ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগকে লক্ষ্যবস্তু বানিয়েছেন তিনি।

সে লক্ষ্য পূরণে লিগ মৌসুমের মাঝপথেই অনেকটা এগিয়ে গেল চেলসি। লেস্টার সিটিকে তাদেরই মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল ৩-০ গোলে উড়িয়ে দিল ব্লুজরা। এ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও সুসংহত করল তারা। আন্তর্জাতিক বিরতির আগেও শীর্ষে ছিল টুখেলের দল। আর ১৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই রয়ে গেল ব্রেন্ডান রজার্সের লেস্টার।

তবে এ দিন নীলের বদলে হয়েছে হলুদ উৎসব। লেস্টারের হোম কিট চেলসির মতোই নীল হওয়ায় অ্যাওয়ে দল হিসেবে হলুদ জার্সি পরে নেমেছিলেন জর্জিনিও-কাই হাভার্টজরা। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যান অতিথিরা। গোল করেন অ্যান্টনি রুডিগার ও ফরাসি তারকা এন’গোলো কান্তে। বিরতির পর ব্যবধান বাড়ান বদলি ক্রিস্টিয়ান পুলিসিচ।

চেলসির প্রতিটি গোলে উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশিই ছিল লন্ডন থেকে আসা সমর্থকদের মাঝে। গত মে মাসে এই লেস্টারের কাছে হেরেই যে এফএ কাপের শিরোপা হাতছাড়া করেছিল চেলসি। তাদের কালকের জয়টা তাই একরকম প্রতিশোধও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত