Ajker Patrika

প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৯: ১৬
প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর, হিন্দুদের বাড়িঘরে হামলা ও যুব মহাজোটের সহসাংগঠনিক সম্পাদক মানিক শাহসহ দুজনকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন, বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরদী শহরের বাজারের প্রধান ফটকের সামনে জাতীয় হিন্দু মহাজোট ঈশ্বরদী ও পৌর শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও হিন্দুদের ওপর নির্যাতন, হামলা বন্ধের দাবিতে মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব কুণ্ডু তপু, ঈশ্বরদী উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, হিন্দু মহাজোট উপজেলার সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি স্বাধীন রাষ্ট্র। অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এ দেশে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবেন না বলে জানান তাঁরা।

কর্মসূচিতে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে হিন্দু সংগঠনের নেতারা যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত