Ajker Patrika

সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

সভাপতি পদকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান হারুন-উর রশিদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত ৮টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামে ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ আরও ৪ জন আহত হয়েছেন। তাঁরা সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

আহতরা হলেন-বীর মুক্তিযোদ্ধা ইয়াজ উদ্দিন, রাসেদুল ইসলাম, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান ও ফিরুজ আল মামুন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বরাইদ ইউনিয়নের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ইয়াজ উদ্দিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। অপরদিকে, বরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন-উর রশিদকেও সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান তাঁর দলবল নিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে যেয়ে হামলা করেন। এতে মুক্তিযোদ্ধাসহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। 

বীর মুক্তিযোদ্ধার মেয়ে ও সাটুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার আজকের পত্রিকা বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে সাবেক চেয়ারম্যান হারুন-উর রশিদ, হযরত, হাসান, রাজিব, রফিকসহ কয়েকজনের দলবল আমাদের বাড়িতে এসে আমার বাবা ও ভাইদের ব্যাপক মারধর করে আহত করেছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ 

ঘটনার বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার হাসপাতালে গেলে আহত বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এ জন্যই কী আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেও বেড পাইনি। মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হওয়ায় গতকাল রাতে সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-উর রশিদ তাঁর দলবল নিয়ে আমার বাড়িতে এসে হামলা চালায়। এতে আমিসহ আমার পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছি।’ 

অভিযোগের বিষয়ে জানতে বরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন-উর রশিদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। 

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, বীর মুক্তিযোদ্ধাসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আর অপরাধী যেই হোক না কেন তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত