Ajker Patrika

৩ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ২৩
৩ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে নকল ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করার অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ আদেশ দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন এলাকায় নকল ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করার অভিযোগে দেশ ক্যাবলসের মালিককে ২ লাখ টাকা, এসএম ক্যাবলসের মালিককে ৩ লাখ টাকা ও এসএসএম ক্যাবলসের মালিককে ৩ লাখ টাকা করে সর্বমোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত