Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আজাদ

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ০২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আজাদ

কালিহাতীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী লীগের মো. আজাদ হোসেন। গতকাল বুধবার স্বতন্ত্র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মো. জসিম খান ও স্বতন্ত্র প্রার্থী মো. সেকান্দর আলী সশরীরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিসবাহ উদ্দিনের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল শুক্রবার প্রতীক বরাদ্দ শেষে পাইকড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আজাদ হোসেনকে জয়ী ঘোষণা করা হবে। এ ছাড়া বল্লা ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী (ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক) মো. ইসমাইল হোসেন।

অপরদিকে বল্লা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ফরিদ আহমেদকে বিজয়ী করতে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেনকে নৌকায় ওঠানোর পর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি। গত মঙ্গলবার বিকেলে রামপুর ভাসানী মার্কেটের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী সভায় ইসমাইলকে নৌকায় ওঠানো হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাশেদুল হাসান লাভলু বলেন, ইসমাইল হোসেন বিএনপির রাজনীতি করেন। তবে আমাদের প্রার্থী মো. ফরিদ আহমেদ ও তিনি একই এলাকার বাসিন্দা। কর্মী সভায় এলাকার স্বার্থে ফরিদের পক্ষে কাজ করার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এখানে দলগত রাজনীতির বিষয় নেই।

এ বিষয়ে মো. ইসমাইল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত