Ajker Patrika

বিদ্যালয়ে পাঠানো হচ্ছে নতুন বই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ১৮
বিদ্যালয়ে পাঠানো হচ্ছে নতুন বই

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায়ে ৭০ ভাগ এবং প্রাথমিক স্তরে শতভাগ বই পৌঁছে গেছে। নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মেতে ওঠার জন্য শিক্ষার্থীরা দিন গুনছে। ২০২২ সালে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে ৩৩ লাখ ৫৫ হাজার ৩৮৬টি নতুন বই বিতরণ করা হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিল ১৬ লাখ ৫২ হাজার ৮৪০টি। ২৩ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বই এসেছে প্রায় ৬১ ভাগ। অন্যদিকে দাখিলে চাহিদার বিপরীতে বই এসেছে ৬৪ ভাগ। ইবতেদায়ি ও এসএসসি ভোকেশনালের শতভাগ বই এসে গেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, ‘এখনো কিছু বই আসা বাকি রয়েছে। তবে কয়েক দিনের মধ্যেই চলে আসবে। বিদ্যালয়গুলোতে বই পাঠানো শেষ পর্যায়ে। এবারও বছরের প্রথম দিনে বই উৎসবের আয়োজন নেই, তবে নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইয়ের চাহিদা ছিল ১০ লাখ ১২ হাজার ৫৬৩টি। এখন পর্যন্ত বই এসেছে ৭৪ ভাগ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জেলার ৭০৫টি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ পৌঁছে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত