Ajker Patrika

আশানুরূপ দাম পাচ্ছেন না পানচাষিরা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১১: ৫৪
আশানুরূপ দাম পাচ্ছেন না পানচাষিরা

চট্টগ্রামের লোহাগাড়ায় পান চাষে খরচ বেড়েছে। তবে আশানুরূপ দাম পাচ্ছেন না বলে অভিযোগ চাষিদের।

কৃষি বিভাগ জানায়, লোহাগাড়ায় ৩২ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে বেশি পান চাষ হয়েছে আধুনগরের কুলপাগলী ও চুনতি এলাকায়। এ ছাড়া উপজেলার বড়হাতিয়ার চাকফিরানী, সাতগড়, নারিশ্চা, পুটিবিলা ও কলাউজানের পাহাড়ি এলাকায় পান চাষ হয়।

উপজেলার আধুনগর কুলপাগলী এলাকার কৃষক নুরুল কবির বলেন, তিনি ১৬ শতক জমিতে বাংলা এবং ২০ শতক জমিতে মিষ্টি পান চাষ করেছেন। তাঁর চাষে খরচ হয়েছে সাড়ে ছয় লাখ টাকা। তবে পান বিক্রি করে তেমন লাভ হচ্ছে না। কৃষি বিভাগকে লোহাগাড়ার পান বাইরে রপ্তানি করার উদ্যোগ নিতে হবে বলে তিনি জানান।

একই এলাকার কৃষক মোক্তার হোসেন বলেন, তাঁর ৭টি পানের বরজ রয়েছে। প্রতি মাসে বরজ থেকে তিন বার পান তোলেন। বরজে ১৪-১৫ জন শ্রমিক দৈনিক কাজ করেন। প্রতি মাসে লক্ষাধিক টাকা খরচ হয়। বাজারে পান বিক্রি করতে গিয়ে তিনি ন্যায্যমূল্য পান না। ৫০ হাজার টাকার পান ২০ হাজার টাকায় বিক্রি করতে হয়। তিনি সরকার থেকে সহযোগিতার কথা বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, পান বিক্রি করে চাষিরা ভালো দাম পাচ্ছেন। তবে অন্য এলাকার পান আসলে দাম একটু কমে যায়। তিনি বলেন, লোহাগাড়ার মাটি ও আবহাওয়া পান চাষের জন্য অত্যন্ত উপযোগী। বরজে পানি নিষ্কাশন ব্যবস্থা রাখা এবং সঠিক পরিচর্যা করতে পারলে পানের ভালো ফলন পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত