Ajker Patrika

মেলায় বাহারি ফুলের সৌন্দর্য, সুগন্ধ

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১০: ৫৯
Thumbnail image

ফুলের সুগন্ধে মাতোয়ারা চারদিক। গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারামনি, ফায়ারবল, অর্কিডসহ দেশি-বিদেশি হরেক রকম ফুলের সমারোহ। এ যেন শহরের মাঝে এক টুকরো ফুলের বাগান। এমন চিত্র পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান একুশ দিনব্যাপী পুষ্প মেলার। মেলার ২০টি স্টলে ফুলগাছের সমারোহ দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।

দেশি-বিদেশি ফুলের সমারোহ দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে মেলায়। কেউ ঘুরে দেখছেন, কেউবা কিনছেন ফুলের চারা। করোনা পরিস্থিতির পর এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আসা ফুলপ্রেমীরা। শুধু ফুলগাছই নয়, রয়েছে ভেষজ ও বনসাইগাছও। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের পদচারণে মুখর পুষ্প মেলা।

মেলায় আসা শালগাড়িয়া মহল্লার গৃহিণী ফাইজা খাতুন বলেন, ‘ফুল আমার প্রিয়। তাই বাসার বারান্দা, ছাদে ফুলের বাগান করেছি। ফুলের মেলায় এসে পছন্দের বেশ কিছু দেশি-বিদেশি ফুলের চারা কিনলাম। আয়োজনটা বেশ ভালো।’

স্কুলশিক্ষক সানোয়ার হোসেন এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে। তিনি বলেন, ‘শহরের মাঝে এমন ফুল মেলা সত্যি মুগ্ধ হয়েছি। অনেক রকম ফুলের গাছ আছে। তার মধ্যে কিছু কিনলাম বাড়ির জন্য। এমন আয়োজন আরও বড় পরিসরে হওয়া উচিত।’

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলছে পুষ্প মেলা। জেলা নার্সারি মালিক সমিতি ও পুষ্প মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সুলতান মাহামুদ বলেন, ‘মেলার মাধ্যমে জেলার ফুলপ্রেমী মানুষকে ফুল চাষে আগ্রহী করতে এই আয়োজন। করোনা মহামারির সময়ে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। চেষ্টা করছি পুষ্প মেলার মধ্য দিয়ে এই অবহেলিত ব্যবসা নিয়ে ঘুরে দাঁড়ানোর। ক্রেতাদের সমাগম ও বেচাকেনা ভালো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত