Ajker Patrika

মুক্তিযুদ্ধের কাব্যগাথা ‘বধ্যভূমির শহর’

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪১
মুক্তিযুদ্ধের কাব্যগাথা ‘বধ্যভূমির শহর’

নীলফামারীর সৈয়দপুর গোলাহাট বধ্যভূমিতে নাটক ‘বধ্যভূমির শহর’ মঞ্চস্থ হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের গোলাহাটে বধ্যভূমিতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটি রচনা ও নির্দেশনা করেন দেবাশীষ ঘোষ। এতে অভিনয় করেন স্থানীয় তিন শতাধিক শিল্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. হাফিজুর রহমান চৌধুরী।

জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাসে সৈয়দপুর জনপদের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। অবাঙালি-অধ্যুষিত নীলফামারীর সৈয়দপুরে যুদ্ধের ৯ মাসে রচিত হয়েছে গণহত্যার অমানবিক-পৈশাচিক এবং নির্লজ্জ মিথ্যাচারের এক করুণ কাব্যগাথা।

অবাঙালি ও পাকিস্তানি সেনাদের অত্যাচার আর হত্যার হোলিখেলার ইতিহাসের চিহ্ন আজও এ শহরে বিদ্যমান। স্বাধীনতা যুদ্ধের শুরুর দুই দিন পূর্বেই এখানে যেমন যুদ্ধ শুরু হয়, ঠিক তেমনি বিজয়ের দুই দিন পর সৈয়দপুর স্বাধীন হয়। ২৩ মার্চ সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হন মাহতাব বেগ। অবাঙালিরা তাঁর মাথা ছিন্ন করে শহর প্রদক্ষিণ করে। পাকিস্তানি হানাদাররা ডা. জিকরুল হক, শামসুল হক, জহুরুল হক, আমিনুল হকসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক বহু ব্যক্তিকে গ্রেপ্তার করে হত্যা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত