Ajker Patrika

আসামিদের গ্রেপ্তারে আলটিমেটাম

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৪১
আসামিদের গ্রেপ্তারে  আলটিমেটাম

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছন তাঁরা। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে খুলনা বিভাগে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।

মহেশপুর আবাসিক মেডিকেল অফিসার রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে উপস্থিত ছিলেন ডাক্তার সজিবুল ইসলাম, আশাদুর রহমান, ইমরান হোসেন ও মনিরুজ্জামানসহ অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। তবে আমরা এখনো আসামিদের ধরতে পারিনি। আশা করছি তাদের দ্রুত ধরতে পারব।

এর আগে সোমবার ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুর রশিদ প্রমুখ এক বৈঠকে বসেন।

বৈঠক বিএমএ সাধারণ সম্পাদক কর্মসূচি ঘোষণা করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হারুন ও নাসিরকে গ্রেপ্তার এবং মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত জেলার সব উপজেলাতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি, কালো ব্যাজধারন ও মানববন্ধন করা হবে। আসামি গ্রেপ্তার না হলে রোববার খুলনা বিভাগে সর্বত্র কর্ম বিরতি পালন করা হবে। সোমবার পুনরায় সভার মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর চিকিৎসা নিতে এসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারকে মারধর করেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন ও তার সঙ্গে থাকা নয়ন। ঘটনার দিন রাতেই মহেশপুর থানায় হারুনকে প্রধান আসামি ও নয়নকে সহযোগী হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত