Ajker Patrika

সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ‘আমি বীরাঙ্গনা বলছি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২৩, ২১: ১১
Thumbnail image

নীলিমা ইব্রাহিমের লেখা বই ‘আমি বীরাঙ্গনা বলছি’ অবলম্বনে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল ‘স্পর্ধা’। বইয়ের নামে নাম রাখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ১৬ জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। একই মঞ্চে টানা ১৫ দিনে ২১টি প্রদর্শনী করবে নাট্যদলটি।

১৭ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ১৮ থেকে ২২ জুন সন্ধ্যা ৭টা, ২৩ ও ২৪ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ২৫ থেকে ২৭ জুন সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রদর্শনী হবে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের। এ ছাড়া ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৯ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ৩০ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে ঈদের বিশেষ প্রদর্শনী।

‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং সংগীত নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সহকারী নির্দেশনায় এম এস রানা, সংগীতে থাকছেন আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার।

এর আগে ২০১৭ সালে নাটবাঙলার প্রযোজনায় টানা ১০ দিন ‘রিজওয়ান’ মঞ্চায়ন করে ঢাকার নাট্যাঙ্গনে সাড়া ফেলেন সৈয়দ জামিল আহমেদ। এ নাটক দিয়ে দীর্ঘ ১০ বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরেছিলেন সৈয়দ জামিল আহমেদ। তিনি এর আগে ‘চাকা’, ‘বিষাদ সিন্ধু’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’ ও ‘কমলা রাণী সাগর দিঘি’ নাটকের নির্দেশনা দিয়ে খ্যাতি পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত