Ajker Patrika

এবারও হচ্ছে না বৈষ্ণব রায়ের অন্তর্ধান উৎসব

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৪
এবারও হচ্ছে না বৈষ্ণব রায়ের অন্তর্ধান উৎসব

করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এ বছরও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সিদ্ধ বকুলতলায় শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে তিথি উদ্‌যাপন হবে।

বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধামে ও পৌর শহরের পুরান বাজারে সুখময় ধর খোকা বাবুর বাসায় পৃথক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সভাপতি প্রহল্লাদ চন্দ দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকুর পরিচালনায় বৈঠক দুটিতে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা শান্ত গোস্বামী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্র জ্যোতি দে মিন্টু, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দেব, ধাম সংরক্ষণ কমিটির সহ সভাপতি সমরেন্দ্র বৈদ্য সমর (উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক), ডাক্তার গোবিন্দ দাস, যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার দাস (উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক), নেপাল কুমার দেব (উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক), কোষাধ্যক্ষ কালীরঞ্জন দেবনাথ, সহ কোষাধ্যক্ষ নন্দ লাল বৈদ্য, সদস্য অনাথ রাম বৈদ্য, সুব্রত ধর বাপ্পী (সদর সর্বজনীন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি), চন্দন দাস, অখিল বৈদ্য, সুনীল দেবনাথ, বিমল চন্দ্র রায়, রঞ্জু মালাকার, সংগঠক রিপন দাশ, বাপ্পা দাস, রিপন দে, বিমল দেবনাথ, মদন মোহন রায়, রতন রায়, প্রমেশ দেবনাথ, নীলকান্ত রুদ্র পাল, পংকজ দে প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত