Ajker Patrika

মনোহরদীতে রিটার্নিং কর্মকর্তাকে অব্যাহতি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ২৭
মনোহরদীতে রিটার্নিং কর্মকর্তাকে অব্যাহতি

নরসিংদীর মনোহরদীতে অনিয়মের অভিযোগে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হককে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। আজিজুল হকের পরিবর্তে নতুন রিটার্নিং কর্মকর্তা হিসেবে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজিজুলকে অব্যাহতির নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বড়চাপা এবং কাঁচিকাটা ইউপির রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। তিনি ক্ষমতার অপব্যবহার, প্রার্থীদের অহেতুক হয়রানি ও দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ ওঠে।

এ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। কোনো প্রমাণ ছাড়াই আমাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আজিজুল হকের বিরুদ্ধে প্রার্থীরা বেশ কিছু অভিযোগ করেন। এরপর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য নির্বাচন কমিশনের সচিবের কাছে একটি সুপারিশপত্র পাঠান জেলা নির্বাচন কর্মকর্তা। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার কথা আমাদের জানানো হয়। এরপর নতুন করে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত