Ajker Patrika

সৈয়দপুরে তেল বিক্রি হচ্ছে বাড়তি দামে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৩: ৪৩
সৈয়দপুরে তেল বিক্রি হচ্ছে বাড়তি দামে

সরকার ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করে দিলেও নীলফামারীর সৈয়দপুরের বাজারে তার কোনো প্রভাব নেই। ব্যবসায়ীরা আগের বাড়তি দামই রাখছেন। ক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে কমানো দাম কার্যকর না হওয়ায় তাঁদের বেশি দামে তেল কিনতে হচ্ছে। আর পাইকারি বিক্রেতারা বলছেন, আগের কেনা তেল বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৫, পাঁচ লিটারের বোতল ৯১০, খোলা সয়াবিনের লিটার ১৬৬ ও পাম অয়েল ১৪৮ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু উপজেলার পাইকারি ও খুচরা বাজারে তার প্রতিফলন নেই।

গতকাল মঙ্গলবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ কোম্পানির তেল আগের দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের এক লিটারের বোতল ২০০ ও পাঁচ লিটারের বোতল ৯৮০ থেকে ৯৯০ টাকায় কিনতে হচ্ছে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ থেকে ১৮২ এবং পাম অয়েল ১৫৪ থেকে ১৬০ টাকায় মিলছে।

শহরের রেলওয়ে কারখানা গেটবাজারে আসা স্কুলশিক্ষক রাজিয়া সুলতানা বলেন, ‘টিভির খবরে দাম কমার বিষয়টি নিশ্চিত হয়ে তেল কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি আগের দামেই বিক্রি হচ্ছে।’

এ বিষয়ে শহরের ইসলামবাগ শেরু হোটেল এলাকার খুচরা বিক্রেতা মতিউর রহমান বলেন, ‘আগের দামে কেনা, তাই আগের দামেই বিক্রি করতে হচ্ছে।’

একই কথা বলেন গোলাহাট এলাকার পাইকারি বিক্রেতা আশরাফুল ইসলাম। তিনি জানান, আগের দামে কেনা তেল গোদামে রয়ে গেছে। এই তেল বর্তমান নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে।

যোগাযোগ করা হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর উপসহকারী পরিচালক শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, শিগগির বাজারে অভিযান পরিচালনা করা হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যারা তেলের দাম বেশি নেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত